পশ্চিমবঙ্গ সরকার ছাত্র ছাত্রী দের উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড [ wb student credit card scheme] স্কিম নিয়ে এলো। এই স্কিমের ফলে এবার যারা টানা ১০ বছর এই রাজ্যে রয়েছেন তাঁরাই এই সুবিধে পাবেন। দশম শ্রেণী থেকে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ পাবেন WBSCCS এর মাধ্যমে।
২৪ এ জুন এই প্রকল্পের অনুমোদন হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার থেকে ঋণ নিতে বাবা-মায়েদের আর চিন্তা করতে হবে না। ঘর-বাড়ি বিক্রি করতে হবে না। সরকার এই ঋণের গ্যারান্টার হবে। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। তাঁরা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার খরচ চালানোর জন্য এই ঋণ নিতে পারবে। সরকারই এই টাকা অনলাইনে দিয়ে দেবে।’